💬
✖️

WhatsApp এ মেসেজ করুন

আমাদের যেকোনো এক্সাম ব্যাচে এনরোল করতে🚀

👋 হ্যালো! বিশ্ববিদ্যালয় টার্গেট -২৫ ডেইলি এক্সাম ব্যাচে ভর্তি হতে চ্যাট করো
এড্রেস একাডেমি

গুচ্ছ মডেল টেস্ট – 7 ( বিজ্ঞান) (PCB,E)

0%

 

 


গুচ্ছ মডেল টেস্ট – 7 ( বিজ্ঞান) (PCB,E)

প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য. ২৫ মার্ক কর্তন করা হবে ( গুচ্ছ সমমানের প্রশ্নে পরীক্ষা GST update Daily)

Routine

এক্সাম দেওয়ার জন্য, আপনার এবং আপনার কলেজের নাম লিখুন

 

1 / 100

1. একটি আদর্শ ও যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্য বিষয় তুলনা, বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কি বলে?

 

2 / 100

2. বল ধ্রুবকের মাত্রা কোনটি?

3 / 100

3. শিশিরাঙ্ক কি বলতে ব???ঝ?

 

4 / 100

4. গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় স্থানাংকগুলো হচ্ছে—

 

 

5 / 100

5. অসম মানের এবং বিপরীতমুখী সমজাতীয় দুটি ভেক্টরকে বলে- 

 

 

6 / 100

6. কোন জোড়ার মধ্যে একটি ভেক্টর ও একটি স্কেলার রাশি আছে?

 

 

7 / 100

7.

একটি খালের AB ও CD দুটি সমান্তরাল তীর। নৌকার O বিন্দু হতে vec(F_1),vec(F_2) মানে বল প্রয়োগে দুজন ব্যক্তি গুণ টানছে। নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? 

 

8 / 100

8.

AB অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কোনটি?

 

9 / 100

9. রাস্তার ব্যাংকিং কোণ কীসের ওপর নির্ভরশীল নয়?

 

10 / 100

10. বলের ঘাত হচ্ছে— 

  1. ভরবেগের পরিবর্তনের হার 
  2. বল ও বলের ক্রিয়াকালের গুণফল 
  3. ভরবেগের পরিবর্তন 

নিচের কোনটি সঠিক?

 

11 / 100

11.

বস্তুটি AC পথ বরাবর 4ms-1 সুষম দ্রুতিতে গতিশীল রয়েছে।

যদি কোণের মান 60° করা হয় তবে– 

  1. বিন্দুতে মোট শক্তি 169.74 Joule
  2. বিন্দুতে গতিশক্তি 169.74 Joule 
  3. গতিশীল বস্তুটি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে না 

নিচের কোনটি সঠিক?

 

12 / 100

12. ক্ষমতার একক হলো—

  1.  Js-1 
  2.  Watt 
  3. erg s-1 

নিচের কোনটি সঠিক?

 

13 / 100

13. কাজের মান শূন্য হবে, যদি-

  1. সরণ না ঘটলে
  2. বলের বিপরীতে সরণ হলে
  3.  যখন sinθ = 1 হয়

নিচের কোনটি সঠিক?

 

14 / 100

14. 0oC তাপমাত্রার 20g বরফকে গলানোর পর 100oC তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হলো |

শুধুমাত্র গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত?

 

15 / 100

15. একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%। যদি তার তাপ গ্রাহকের তাপমাত্রা 17°C হয় তবে উৎসের তাপমাত্রা কত?

 

16 / 100

16.

উপরের চিত্রে কোনটি সমআয়তন রেখা ?

 

17 / 100

17. সমবিভব তলের বৈশিষ্ট্য হলো—

  1. দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। 
  2. সমবিস্তর তলে আধানগুলো গতিশীল থাকে।
  3. সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলো সমকোণে ছেদ করে। 

নিচের কোনটি সঠিক?

 

18 / 100

18. বলরেখার ধর্ম হলো-

  1. খোলা বক্ররেখা
  2. ঋণাত্মক আধান থেকে উৎপন্ন হয়ে ধনাত্মক আধানে শেষ হয়
  3. পরস্পরকে পার্শ্বচাপ দেয় 

নিচের কোনটি সঠিক ?

 

 

19 / 100

19. নিচের কোনটি অন্তরক? 

 

20 / 100

20. কোষের অভ্যন্তরীণ রোধ- 

  1. কোবে ব্যবহৃত তরলের উপর নির্ভর করে
  2. কম হলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যাবে 
  3. সুপ্ত বিভব সৃষ্টি করে 

নিচের কোনটি সঠিক?

 

 

21 / 100

21. তড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোন মাধ্যমের প্রয়োজন?

 

 

22 / 100

22. পরিবর্তিত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের অনুপাত হলো_

 

 

23 / 100

23. আলোর প্রতিফলন ও প্রতিসরণ এর সূত্র প্রমাণ করা যায় _

 

 

24 / 100

24.  কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রে শক্তি উৎপন্ন হয়?

 

 

25 / 100

25. নিউক্লীয় বল সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

 

26 / 100

26. ল্যাবরেটরি নিরাপদ হিসেবে ব্যবহৃত হয় না কোনটি?

 

27 / 100

27. 0.1M HCl দ্রবণ প্রস্তুতিতে গাঢ় HCl পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি?

 

 

28 / 100

28. ফাইজাহ টাইট্রেশনের জন্য অক্সালিক এসিডের প্রমাণ দ্ৰৰণ পিপেট দিয়ে উঠানোর সময় কিছু দ্রবণ মুখে প্রবেশ করলে সে গিলে ফেলে।

ফাইজাহ্ দ্রবণটি মুখ দিয়ে না টেনে বিকল্প কী ব্যবহার করতে পারত?

 

29 / 100

29. কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অধিক?

 

30 / 100

30. নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য?

 

31 / 100

31. নিচের কোন ধাতুর আয়ন শনাক্তকরণে K2H2Sb2O7 প্রয়োজন?

 

32 / 100

32. হন্ডের নীতি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়?

 

33 / 100

33. কোন রশ্মি মানব শরীর থেকে নির্গত হয়?

 

34 / 100

34. 20 °C তাপমাত্রায় 0.98 atm চাপে O2 গ্যাসের দ্রাব্যতা কত হবে? [KH = 1.38 × 10-3 M atm-1]

 

35 / 100

35. জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোকের তরঙ্গদৈর্ঘ্য কত?

 

36 / 100

36. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?

 

37 / 100

37. CH3COOH (aq)+ NH4OH(aq)  → উৎপাদ (X) + H2O (I); বিক্রিয়াটির উৎপাদের (X) প্রকৃতি কী?

 

38 / 100

38. নিচের কোনটি দুষ্ট মৌল?

 

39 / 100

39. নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম?

 

40 / 100

40. কোন মৌল জোড়া পর্যায় সারণির একই পর্যায়ভুক্ত?

 

41 / 100

41. কোনটিতে পোলারায়ন বেশি ঘটবে?

 

42 / 100

42. N2​ + 3H2​ → 2NH3​ এই বিক্রিয়ায় Kc এর একক হবে—​​​​​​​​​

43 / 100

43. গ্রীন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি?

44 / 100

44.  R-COONa+NaOHoverset(CaO.A)to‘B’+  লবণ

‘B’ যৌগটি—

 

45 / 100

45. হেটারো অ্যারোমেটিক যৌগ কোনটি?

 

46 / 100

46.  

 Xoverset([O])to প্রোপানোন  overset([O])toY+CO_2+H_2O 

‘Y’ এর ক্ষেত্রে কোনটি সঠিক?

 

47 / 100

47. নিম্নের কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়?

 

48 / 100

48.  ‘A’ + HNO_2 +HCl overset (0-5^0C) -> B + 2H_2 O

এখানে A ছয় কার্বনবিশিষ্ট প্রাইমারী অ্যারোমেটিক অ্যামিন।

উদ্দীপকের বিক্রিয়াটির নাম—

 

49 / 100

49. অ্যালকাইল হ্যালাইড কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে?

 

50 / 100

50. কোনটি সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ-

 

51 / 100

51. নিচের কোনটি Serene (Ser) এমাইনো এসিড কে নির্দেশ করে? 

 

52 / 100

52. মধ্যপর্দার প্রধান উপাদান হলো-

 

 

53 / 100

53. DNA হতে mRNA তৈরীর প্রক্রিয়াকে বলে-

 

 

54 / 100

54. DNA→ mRNA  →প্রোটিন। 

উপরোক্ত প্রক্রিয়াটিকে বলা হয় 

 

55 / 100

55. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ-পর্যায়ে?

 

56 / 100

56. মাইটোসিস প্রক্রিয়া নামকরণ করেন?

 

57 / 100

57. কোষকে বিভাজন হতে বিরত রাখে কোন প্রোটিন?

 

58 / 100

58. ক্যান্সার কোষের জন্য সত্য নয় কোনটি?

 

59 / 100

59. উদ্ভিদের সালোকসংশ্লেষণ একটি অপরিহার্য প্রক্রিয়া। কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয় উদ্ভিদ তা সরাসরি গ্রহণ করতে পারতে না। এখানে তৈরিকৃত ১ম উপাদানটি পরবর্তীতে দুটি পৃথক খাদ্যোপাদানে পরিণত হয়।

প্রথম উপাদানটি পরিবর্তিত হয়ে পরপর যে দুটো উপাদানে পরিণত হয় তাদের বৈশিষ্ট্য হলো-

  1. একটি রিডিউসিং সুগার 
  2. একটি নন রিডিউসিং সুগার 
  3. নন রিডিউসিং এর এক অংশ চর্বি ও আমিষে পরিণত হয়

নিচের কোনটি সঠিক?

 

60 / 100

60. জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। আবার দেহের বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উদ্দীপকের দ্বিতীয় উপাদানটির বৈশিষ্ট্য হলো- 

  1. পানি,গ্লিসারোল ও লঘু অ্যালকোহলে দ্রবনীয় 
  2. ট্যানারির কাঁচা চামড়া থেকে লোম ছাড়ায় 
  3. এটি কম তাপে নষ্ট হয়ে থাকে

নিচের কোনটি সঠিক?

 

61 / 100

61. কোন বিজ্ঞানী তালা-চাবি মতবাদ প্রদান করে? 

 

 

62 / 100

62. প্রোটিন গঠনে অংশগ্রহণকারী এমিনো এসিডের সংখ্যা কয়টি? 

 

63 / 100

63. অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি কার মতবাদ?

 

64 / 100

64. অস্তিত্বের জন্য সংগ্রাম- উক্তিটি কার?

 

65 / 100

65. “ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়” তত্ত্বটির প্রবক্তা কে?

 

66 / 100

66. ত্রি-পদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী?

67 / 100

67. কোন পর্বের প্রাণীর দেহপ্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান?

 

68 / 100

68. প্লাটিপাসে নিচের কোন বৈশিষ্ট্যগুলো স্তন্যপায়ীর সাথে মিলসম্পন্ন?

  1. লোম
  2. ডিম
  3. স্তনগ্রন্থি

নিচের কোনটি সঠিক? 

 

69 / 100

69. P ও Q উভয়ই সমুদ্রে বসবাসকারী প্রাণী। P প্রাণীতে বায়ুথলি থাকে না কিন্তু Q এর কিছু সদস্য পরজীবী এবং এরা ডিম পাড়ার সময় মিঠা পানিতে গমন করে।

Q এর ক্ষেত্রে—

  1. এরা পৃষ্ঠীয় পাখনাবিহীন
  2. অ্যামোসিট লার্ভা দেখা যায়
  3. নাসিকা থলি মুখবিবরে উন্মুক্ত নয়

নিচের কোনটি সঠিক? 

 

70 / 100

70. দুধের আমিষের নাম কী?

 

71 / 100

71. কোন স্নায়ু হতে যকৃত ও অগ্ন্যাশয়কে যথাক্রমে পিও ও অগ্ন্যাশয় রস ক্ষরণে উদ্দীপ্ত করে?

 

72 / 100

72. মানুষের দেহে ইউরিয়া তৈরি হয় – 

 

73 / 100

73. হৃদপিন্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরের অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কী?

 

74 / 100

74. SAN এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

 

75 / 100

75. লসিকার কাজ হচ্ছে –

  1. লিপিড পরিবহন
  2. দেহের প্রতিরক্ষা
  3. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক ?

 

 

76 / 100

76. Having been served lunch, ____.

 

 

77 / 100

77. What type of modifier the underlined word is in the following sentence? “If we destroy trees at random one day the country will turn into a great desert.”

 

 

78 / 100

78. Choose the correct sentence.

 

 

79 / 100

79. English, today, is the third _ native language world wide with some 340 million speakers. Choose the appropriate option to complete the sentence.

 

 

80 / 100

80. Complete following with appropriate words: —— he gets, ——.

 

 

81 / 100

81. There were two small rooms in the beach house, _____ served as a kitchen.

 

 

82 / 100

82.

Which one of the following sentence has an adverb?

 

 

83 / 100

83.

Light the oven now. Which parts of speech is the bold word?

 

84 / 100

84.

Lina called a repairer to fix her reading desk. The person came and fixed it. We can say:

 

85 / 100

85.

It is important that students — their scripts before submitting them.

 

86 / 100

86.

Shakib had Maruf _____ the car.

 

 

87 / 100

87. If you like this new dress I’ve bought, _____ it to you.

 

 

88 / 100

88. He asked me what I ____ if I’d been him.

 

89 / 100

89.

The intellectual can no longer be said to live ___ the margin of society.

 

90 / 100

90.

It’s too late to go shopping. The shops are only open__9:30 pm. They’ll be closed __now.

 

91 / 100

91.

The passive form of the sentence ‘The bird made the wind blow’ is _______

 

92 / 100

92.

The passive form of ‘Who has done the work?’ is –

 

93 / 100

93. Identify the alternative (A,B,C & D) that must be changed in order for  the sences to be correct

The younger(A) you are, the more(B) easier(C) it(D) is to learn.

 

94 / 100

94.  

Identify the alternative (A, B, C or D) that must be changed in order for the sentence

Silver, one of the first metal(a) used by humans(b) is an excellent(c) conductor of heat and electricity(d).

 

95 / 100

95.

You can lead a horse to water, _____ make it drink.

 

96 / 100

96.

The accident not only__his leg but also__his joints.

 

 

97 / 100

97.

Choose the sentence without a personal pronoun-

 

 

98 / 100

98.

He showed us two apartments but we liked ______ of them.

 

99 / 100

99.

A seventeen-year old is not—to vote in an election. Which one is appropriate for the above gap?

 

100 / 100

100.

‘Man cannot live alone’. The word alone is used here is-

 

Your score is

0%

Pos.NameCollege NameHsc BatchPointsDuration
1SabinaRahman272Kishorganj Govt Mohila College2360 / 10035 minutes 26 seconds
2DiyaRangpur government college202348 / 10039 minutes 56 seconds
3MistyBajuya23-2441 / 10026 minutes 17 seconds
4Ariful IslamNdcm202425 / 10047 minutes 36 seconds
5Sanzida tasnimS.A. college2422 / 10024 minutes
6FatemaBgwc2321 / 10016 minutes 21 seconds
7NafijaBGC202417 / 10028 minutes 5 seconds
8Sabikun3 / 1006 minutes 11 seconds
9racc233 / 1007 minutes 16 seconds
10GgGgHh1 / 1005 minutes 48 seconds
11Guest0 / 00 second
12Guest0 / 00 second
13Guest0 / 00 second
14Guest0 / 00 second
15Guest0 / 00 second
16RrRrEe0 / 10010 seconds

🚀 যাদের টার্গেট বিশ্ববিদ্যালয় তাদের জন্য সম্পূর্ণ নতুন ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় টার্গেট ২৫ Daily Exam ব্যাচ ✅
এনরোল করতে
01301362584 ( WhatsApp)

 

 

ঢাবি | রাবি | জাবি| চবি | হাবিপ্রবি| SUST| খুবি | কুবি | গুচ্ছ অধিভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি "বিশ্ববিদ্যালয় টার্গেট -২৫ Daily Exam ব্যাচে 🚀"

This will close in 20 seconds